
সংবাদ সংস্থা : বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভেঙে পড়ল বায়ু সেনার প্রশিক্ষক বিমান। সংবাদ সংস্থাকে ভিন্ডের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, আনুমাণিক সকাল ১০ টার সময়ে এই বিমান দুর্ঘটনা ঘটে। সেই সময় ভিন্ডের পুলিশে সদর দফতরে শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান চলছিল। দুর্ঘটনার সময়ে বিমানে আগুন ধরে গিয়েছিল। এই দুর্ঘটনায় বিমান চালক আহত হয়েছেন, কিন্তু তার আঘাত গুরুতর নয়।
সূত্র মারফত জানা গিয়েছে গোয়ালিয়রের মহারাজপুরা বায়ু সেনা ঘাঁটি থেকে বিমানটি রওনা হয়েছিল। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আহত বিমান চালকের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বায়ু সেনার বিমান অ্যাম্বুলেন্স সেখানে আসে এবং আহত বিমান চালককে পরবর্তী চিকিৎসার জন্য গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় বায়ু সেনার তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “বায়ু সেনার মিরাজ ২০০০ বিমানে প্রশিক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়। বিমান চালক নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছেন। এই বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”