
সংবাদ সংস্থা : নিয়ন্ত্রণরেখায় বারবার অনুপ্রবেশ ঘটাচ্ছে লালফৌজ। তাদের পালটা জবাব দিতে অরুণাচলে ট্যাংক, কামান মোতায়েন করল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর, অরুণাচলের তাওয়াং সীমান্তে আনা হয়েছে এম-৭৭৭ আলট্রা লাইট হাউৎজার। যা চোখের নিমেষে শত্রু ট্যাংককে নিশানা করতে প্রস্তুত।
আবার ওজনে হালকা হওয়ায় প্রয়োজনে যে কোনও এলাকায় বহন করতে সুবিধা পাওয়া যায়। সঙ্গে রয়েছেন বোফর্স কামান। এর আগে একাধিক যুদ্ধে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে এই কামান।শুধু সমরাস্ত্র মজুত করাই নয়। চিন সীমান্তের খুব কাছেই চলছে সামরিক মহড়া। বৃহস্পতিবার সকাল থেকেই তাওয়াং সেক্টরে যুদ্ধের মহড়া চলছে।