খেলা

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফোকাস মেরি কমের

সংবাদ সংস্থা : অলিম্পিকের জেট ল্যাগ ঝেড়ে ফেলে আবার খেলায় ফিরেছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে এখনই বক্সিং রিংয়ে নেমে পড়তে চাইছেন না মেরি কম । বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত জাতীয় বক্সিংয়ে খেলবেন না বলে জানিয়েছেন মেরি। কারণ তিনি ফোকাস করতে চান বিশ্ব চ্যাম্পিয়নশিপে।মেরির এই সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের জন্য বিতর্ক তৈরি হয়েছিল।

ভারতীয় বক্সিং ফেডারেশন জানিয়েছে, জাতীয় বক্সিংয়ে যে বক্সাররা সোনা জিতবেন, তাঁদেরকেই পাঠানো হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তা হলে মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন কি ভাবে? পরে অবশ্য নিজেদের অবস্থান পরিস্কার করে দিয়েছে ভারতীয় বক্সিং সংস্থা। দুটি ওয়াট ক্যাটাগরিতে ট্রায়াল হবে।

তার মধ্যে আছে মেরির ৪৮কেজি বিভাগও। তাই জাতীয় চ্যাম্পিয়নশিপে না খেললেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার সুযোগ পাবেন ভারতীয় বক্সিংয়ের রাণী।জাতীয় বক্সিং ফেডারেশন সূত্র খবর, বিশ্বকাপের দল ঘোষণা তাড়াতাড়ি হলে জাতীয় পর্বে নামতেও পারেন তিনি। টোকিও অলিম্পিক থেকে ফেরার পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি মেরি।

Related Articles

Back to top button
error: Content is protected !!