
বিশ্ব সমাচার, বারুইপুর: লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন বারুইপুরে। তাঁদেরকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত গোবিন্দপুরের কাছে।স্থানীয় সূত্রের খবর, গড়িয়ার দিক থেকে একটি অটো বারুইপুরের দিকে আসছিল।
অটোতে চারজন যাত্রী ছিলেন। বারুইপুরের দিক থেকে একটি লরি রাজপুরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুরে আসার পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারে। তিনজন যাত্রী গুরুতর আহত হন। অটোর সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা লরিটিকে ধরে বারুইপুর থানা খবর দিলে পুলিশ এসে ঘাতক গাড়িটিকে ধরে।
যদিও লরির ড্রাইভার পালিয়ে যায়। আহত তিন যাত্রীকে স্থানীয় লোকেরা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাযে। আহতদের নাম জানা যায়নি।