
স্টাফ রিপোর্টার : চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর।রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি সংখ্যা। প্রথমে নির্বাচন কমিশন জানিয়েছিল, গোসাবা, খড়দহ, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের জন্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
কিন্তু সম্প্রতি কমিশনের তরফে তা এক ধাক্কায় বাড়িয়ে ৮০ কোম্পানি করে দেওয়া হয়। দিন তিনেক আগের কথা। এরই মধ্যে শুক্রবার আবারও ১২ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথা জানাল কমিশন।এই ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দিনহাটা, শান্তিপুর, গোসাবা ও খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।
দিনহাটায় থাকবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শান্তিপুরে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, খড়দহে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও গোসাবায় ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। বিএসএফের পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও থাকবেন।