
স্টাফ রিপোর্টার : রাজ্যের পুরভোটও করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। এমনই দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্ত অভিযোগ করেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভবই নয়। তাই পুরসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাই। এর জন্য প্রয়োজনে আদালতেও যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সুকান্ত অভিযোগ করেন, বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপি পুর নির্বাচনের দাবি করে আসছে। কিন্তু শাসকদলের পরিকল্পনা ছিল, বিধানসভা ভোটের পর জেলায় জেলায় সন্ত্রাস সৃষ্টি করে ভোট করাবে, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির।
বলেন, “তাই হয়ত এতদিন পুরভোট ফেলে রেখেছিল।” এর পর রাজ্য পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এ রাজ্যের পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তাই পুলিশের উপর ভরসা নেই।’