
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবারই টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে দেশ। টিকাকরণে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ১২ কোটিরও বেশি টিকাকরণ হয়েছে ওই রাজ্যে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত টিকাকরণ হয়েছে ৯ কোটি ৩৬ লক্ষ ১০ হাজার ৫৬১।
তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। ওই সময়ের মধ্যে এ রাজ্যে টিকাকরণ হয়েছে ৬ কোটি ৮৬ লক্ষ ৯৩ হাজার ৫৯৪। তার পরেই রয়েছে গুজরাত এবং মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যেই সাড়ে ৬ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে।বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে টিকাকরণে পশ্চিমবঙ্গের তৃতীয় স্থানে উঠে আসাটা বড় কৃতিত্ব বলে মনে করছে রাজ্য সরকার।
বেশ কিছুটা পিছিয়ে থাকলেও গত সোমবার ১০ লক্ষেরও বেশি টিকাকরণের পর মধ্যপ্রদেশ এবং গুজরাতকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে পশ্চিমবঙ্গ। টিকাকরণের দিক থেকে জেলাগুলির মধ্যে এগিয়ে রয়েছে কলকাতা। তার পরই উত্তর ২৪ পরগনায় তৃতীয় স্থানে রয়েছে হুগলি। প্রশাসনিক সূত্রে খবর, কালিম্পং, দার্জিলিং এবং বীরভূমেও টিকাকরণে ভাল সাড়া মিলছে।