খবরজেলা

টানা বৃষ্টির জেরে নৈপুকুরিয়া নদীবাঁধের বেশ কিছুটা অংশে ধস, জল ঢোকার শঙ্কা

রফিকুল ঢালি, কুলতলি: মাতলা নদীর শাখা নৈপুকুরিয়া নদীবাঁধে ধস নামায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পূর্ণিমার ভরা কোটালে জলস্তর বেড়ে জল ঢোকার আশঙ্কা করছে দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁটামারি বাজার এলাকার মানুষজন।ইয়াসের জেরে জলস্ফীতির কারণে এই এলাকার নদীবাঁধ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেই নদীবাঁধ কোনও রকমে মেরামত করা হয়েছে। আবারও গত দু’দিনের টানা বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে বেশ কিছু অংশে ধস নামে।

কাঁটামারি এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদীবাঁধ সংস্কার না হওয়ার কারণে এই বিপত্তি। পূর্ণিমার কটালে জল বাড়লে আবারও নোনা জলে ভাসবে পুরো গ্রাম।মহকুমা শাসক সুমন পোদ্দার জানিয়েছেন, ব্লক প্রশাসন, ও স্থানীয় প্রশাসনের, উদ্যোগে বাঁধ মেরামতের কাজ চলছে। সজাগ রয়েছে প্রশাসন যে কোনও পরিস্থিতির মোকাবিলায়।

কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মন্ডল বলেন,আমফান ও ইয়াসে কারণে এই এলাকায় নদী বাঁধ ভাঙেছিলো সেটি সারাই হয়েছে,আবার অবিরাম বৃষ্টির জেরে কিছু অংশে ক্ষতি হয়েছে ,কাজ চলছে ভয়ের কারণ নেই।

Related Articles

Back to top button
error: Content is protected !!