
সংবাদ সংস্থা : হঠাৎই স্থগিতআইসিএসই ও আইএসসি পরীক্ষা। ১৫ নভেম্বর থেকে আইসিএসই ও আইএসসি পরীক্ষার প্রথম সেমেস্টার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, মঙ্গলবার রাতে আমচকাই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস তথা সিআইএসসিই জানিয়ে দিল, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
সিআইএসসিই-র চিফ এক্সিকিউটিভ তথা সচিব জেরি অ্যারাথুন তাঁদের বোর্ডের অধীনে থাকা সমস্ত স্কুলকে চিঠি দিয়ে পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছেন। চিঠিতে অ্যারাথুন লিখেছেন, ‘‘এমন কিছু বিষয় যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, তার কারণে ২০২১-২২’এর আইসিএসই ও আইএসসি’র প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। পরবর্তী পরীক্ষার সূচি সময়মতো সবাইকে জানিয়ে দেওয়া হবে।’’