খবরদেশ

লাগাতার বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত্যু বেড়ে ৪৬, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দেবভূমে অমিত শাহ

সংবাদ সংস্থা : লাগাতার প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬। এখনও নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবার বিকেলে দেবভূমে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আকাশপথে জলমগ্ন এলাকা ঘুরে দেখবেন তিনি।

পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যালোচনা বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।পাশাপাশি গত দু’দিনে প্রাকৃতির দুর্যোগে মৃত্যু হয়েছে, এমন নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: Content is protected !!