
সানওয়ার হোসেন, মথুরাপুর: সদিয়াল ভাই-ভাই সংঘের পরিচালনায় ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদারের তত্ত্বাবধানে কোজাগরী লক্ষীপুজোর ১৫ তম বর্ষে বিশেষ আকর্ষণ স্টিলের চামচ দিয়ে নির্মিত প্রতিমা। ফিতে কেটে এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা।
উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার, সুন্দরবন জেলার পুলিশ সুপার প্রমুখ। প্রতিমা দর্শন করে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা প্রতিমা শিল্পীকে ২৫ হাজার টাকা ব্যাংক একাউন্টে পাঠানোর কথা ঘোষণা করেছেন শিল্প কারুকার্যে নৈপুণ্যের জন্য।