
রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা: আজ লক্ষ্মীপুজো। কিন্তু দেবী দুর্গা কৈলাসে পাড়ি দিতে না দিতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ায় চিন্তায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। সঠিক সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টিতে ব্যাহত হয়েছে কাজ। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের প্রতিমা শিল্পীরা করোনার কারণে গত বছর তেমন লক্ষ্মী প্রতিমা তৈরির বরাত পাননি।
এ বছর হাতে গোনা কয়েকটি প্রতিমা বানানোর বরাত পেয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ভারী বৃষ্টিতে জেরবার জনজীবন। এতেই চিন্তায় রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের। প্রতিমাকে ত্রিপল দিয়ে ঢেকে কোনওরকমে কাজ চলছে। বুধবারের মধ্যে প্রতিমা মণ্ডপে পৌঁছতে হবে। কিন্তু বৃষ্টির কারণে প্রতিমার ভেজা মাটি শুকাতেও অনেক সময় লেগে গিয়েছে।
তাই প্রতিমার কাজ কতটা সম্পূর্ণ হবে, তা নিয়ে ধন্দ রয়েছে। অনেক প্রতিমার কাজ এখনও অর্ধেক হয়ে পড়ে আছে। আবার মাটি না শুকালে রঙের প্রলেপ দেওয়া যাবে না। এখন প্রতিমা শুকাতে একমাত্র ভরসা বলতে ব্লু ল্যাম্প। কিন্তু গ্যাসের যা দাম বেড়েছে, তার জোগান দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা।নামখানার এক মৃৎশিল্পী শুকদেব আড়ি বলেন, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে।
প্রতিমা তৈরি করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে। মেঘলা আকাশের কারণে প্রতিমা শুকাতে সময় লাগছে। যে কারণে রঙের প্রলেপ দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কীভাবে কাজ এগোবে, সেটাই বুঝতে পারছি না।