
সংবাদ সংস্থা : বুধবার কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশীনগর বিমানবন্দরের উদ্বোধন হওয়ায় এই নিয়ে উত্তর প্রদেশে মোট বিমানবন্দরের সংখ্যা ৯-এ পৌঁছল। এরমধ্যে তিনটিই আবার আন্তর্জাতিক বিমানবন্দর।
দেশে বৌদ্ধধর্মাবলম্বীদের ঘিরে যে পর্যটন ক্ষেত্র রয়েছে, তা আরও মজবুত করতে এই কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষভাবে সাহায্য করবে বলেই জানান প্রধানমন্ত্রী।এ দিন বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “কয়েক দশক ধরে উদ্যোগ ও প্রচেষ্টার ফল হল এই কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর।
দেশের পূর্বাঞ্চলকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে পেরে আজ আমার দ্বিগুণ খুশি হচ্ছে।কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর কেবল আকাশপথে যোগাযোগ ব্যবস্থাই তৈরি করবে না, কৃষক, পশুপালক, দোকানদার থেকে শ্রমিক বা ছোট ব্যবসায়ী, সকলেই এই বিমানবন্দর থেকে উপকৃত হবেন।
নতুন ব্যবসা-বাণিজ্যের একটি আদর্শ বাস্তুতন্ত্র গড়ে উঠবে এই বিমানবন্দর ঘিরে। পর্যটনেও সর্বাধিক লাভ হবে, এখানকার যুব সম্প্রদায়ের জন্য নতুন কাজের সংস্খান হবে কুশীনগর বিমানবন্দরেই।”