
স্টাফ রিপোর্টার : ‘দুয়ারে নয়, দোকানে রেশন’, পালটা প্রচার শুরু করে দিল রেশন ডিলারদের জয়েন্ট ফোরাম ৷ সংগঠনের বক্তব্য, সেপ্টেম্বর মাসে ১৫% পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই কাজ করতে গিয়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের।
বাড়িতে রেশন নেওয়ার ব্যাপারে গ্রাহকরা অনেকেই অনীহা প্রকাশ করেছেন৷ পাইলট প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলতে পারে না। এই প্রকল্প কার্যকর করা সম্ভব নয়।একই সঙ্গে তাদের অভিযোগ, একতরফা ভাবে ”দুয়ারে রেশন”- এর ক্লাস্টার গঠন করে দেওয়া হয়েছে। তাই ‘দুয়ারে নয় দোকানে রেশন’ নিয়ে প্রচার শুরু করল রেশন ডিলার সংগঠন।
সংগঠনের তরফে সমাবেশ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি মাসের পাইলট প্রজেক্টেও তারা কেউ অংশগ্রহণ করবেন না। আগামী ২৫ অক্টোবর রাণী রাসমণি রোডে সভা করবে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার অ্যাসোসিয়েশন।