
বিশ্ব সমাচার, বারুইপুর: নিম্নচাপের বৃষ্টির ফলে লক্ষ্মীপুজোর বাজার এ বছর ঠিক মতো জমল না। বৃষ্টি ও করোনার ফলে লক্ষ্মীপুজোর বাজারে বেচাকেনা অনেক কম হয়েছে। ফল ও সবজির দাম অনেকটাই চড়া। বারুইপুরির কাছারি বাজারে ঠাকুর বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, গত বছরের তুলনায় লক্ষ্মী ঠাকুরের দাম এবার একটু বেড়েছে।
ছোট ছাঁচের লক্ষ্মী প্রতিমার দাম ১৫০ টাকা। বাজারি আপেল ১০০ থেকে ১২০ টাকা কেজি। মৌসুমী লেবু প্রতি পিস ১০ থেকে ১২ টাকা। খেজুর কিলো ১০০ টাকা। বেদানার দাম বেড়ে হয়েছে ২০০ টাকা। বৃষ্টির জেরে সবজির দামও আগুন।
পটল ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা, উচ্ছে ৬০ টাকা, জ্যোতি আলু ১৮ টাকা, চন্দ্রমুখী আলু ২২ টাকা কিলো। সব বিক্রেতারাই একই কথা, করোনা এবং বৃষ্টির জন্য এবার লক্ষ্মীপুজোর বাজার সেভাবে জমল না। বেচাকেনা হয়েছে কম।