খবররাজ্য

হাওড়া থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চলেছে কেন্দ্র, শুরু সার্ভে

স্টাফ রিপোর্টার : কলকাতাতে বুলেট ট্রেন! হ্যাঁ, জল্পনা নয় সত্যি। হাওড়া থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই শুরু হয়েছে সার্ভের কাজ।ইতিমধ্যে বুলেট ট্রেনের রুট ঠিক করতে জমির সার্ভের কাজ শুরু হয়েছে। কোন কোন এলাকার উপর দিয়ে রেললাইন পাতার কাজ হবে, কোন কোন স্টেশনকে যুক্ত করা হবে, সে সবই খতিয়ে দেখা হচ্ছে।

এই সার্ভের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় রেল।বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে হাওড়া থেকে বারাণসীগামী বুলেট ট্রেনকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় রেলের এক আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে গিরিডিতে সার্ভের কাজ চলছে। গ্রাম এবং রট চিহ্নিত করা হচ্ছে। এই যাত্রাপথে ধানবাদ এবং গিরিডির বাগোদার ব্লককে সংযুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

সার্ভে টিমের সদস্য লোকেশ ভরদ্বাজ বলেন, ‘কেন্দ্রীয় সরকার বারাণসী থেকে হাওড়া পর্যন্ত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। কোন এলাকা দিয়ে রেল লাইন পাতা হবে তা চিহ্নিত করতে সার্ভের কাজ করছি আমরা’। সঙ্গে তিনি আরও বলেন, ‘এই প্রকল্পের ফলে যে গ্রামগুলি সরাসরি উপকৃত হবে সেগুলিকেও চিহ্নিত করার কাজ চলছে’।

Related Articles

Back to top button
error: Content is protected !!