
স্টাফ রিপোর্টার : সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পূর্ব ঘোষণা মতোই ইস্তফাপত্র জমা দিতে মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছিলেন তিনি। সেখানেই আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়।ট্যুইটে সাংসদ বাবুল সুপ্রিয় লেখেন, ‘স্পিকার ওম বিড়লাকে আমি শ্রদ্ধা জানাই।
আমাকে সকাল ১১টার সময়ে সময় দিয়েছেন। আমি আর বিজেপির অংশ নই, যে বিজেপির জন্য আমি একটি আসনে জয়লাভ করেছিলাম। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি আবার জয়লাভ করব।’