
সংবাদ সংস্থা : ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ধর্মের নামে যারা হিংসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও খবরের সত্যতা যাচাই না করে মানুষ যেন তা বিশ্বাস না করেন, সেই আর্জিও জানিয়েছেন হাসিনা ৷
মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এ ব্যাপারে সবিস্তার কথা বলেন শেখ হাসিনা ৷ ধর্মকে ব্যবহার করে যারা হিংসার ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি ৷ এ কথা ঢাকা ট্রিবিউন সংবাদপত্রকে জানিয়েছেন মন্ত্রিসভার সচিব খান্দকের আনওয়ারুল ইসলাম ৷