খবর

বেসরকারি সংস্থা নয়, স্টেশনের উন্নয়নের দায়িত্ব ফিরছে রেলের হাতে

স্টাফ রিপোর্টার : এতকাল রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির উন্নয়নের দায়িত্ব ছিল ‘রেল স্টেশন ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের’ হাতে। এবার তাদের হাত থেকে সেই দায়িত্ব ফিরিয়ে নিল রেল।রেলের এক শ্রেণির আধিকারিকদের মতে, রেলের হাতে স্টেশন উন্নয়নের দায়িত্ব ফিরলে বিমানবন্দরের ধাঁচে স্টেশনের উন্নয়ন করা অসম্ভব। তাঁদের যুক্তি কর্পোরেট সংস্থা উন্নয়নের জন্য যে পরিকাঠামো ও পরিচালনার ব্যবস্থা করে তা রেলের ঘরে নেই।

এমনকী, বিশেষজ্ঞ ও স্টেশনে নির্মিত নানা সামগ্রীর বাজার তৈরি করার মতো কর্মীও নেই।তবে কর্পোরেট সংস্থাকে বিদায় দেওয়ায় খুশি রেলের কর্মী সংগঠন।মঙ্গলবার ওই কর্পোরেট সংস্থা ও তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা ‘রাইটস’, ‘ইরকন’, ‘আরএলডিএ’-কে লিখিতভাবে রেল বোর্ড জানিয়েছে, সংস্থা যে সব স্টেশন উন্নয়নের কাজ করছে, বা পরিকল্পনা নিয়েছে তার সব নথি রেলের জিএমদের কাছে জমা দিতে হবে। এবার থেকে সব দায়িত্ব আবার সামলাবে রেলের জোনগুলি।

Related Articles

Back to top button
error: Content is protected !!