খবরজেলা

বকখালিতে মহিলা ও ৩টি টোটোকে ধাক্কা মেরে নয়নজুলিতে ট্যুরিস্ট গাড়ি, উদ্ধার ৩

বিশ্ব সমাচার, বকখালি: সোমবার বিকেলে একটি ট্যুরিস্ট গাড়ি বকখালি পর্যটন কেন্দ্র থেকে দ্রুতগতিতে নামখানার দিকে যাওয়ার সময় বকখালি বাসস্ট্যান্ডের কাছে এসে এক মহিলা পর্যটককে ধাক্কা মারে। তারপর ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মারুতি সুইফট গাড়ির চালক। এলাকার মানুষ গাড়িটিকে আটকাতে গেলে সেটি দ্রুত গতিতে বেরিয়ে আসার সময় আরও তিনটি টোটোকে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আপনা-আপনিই বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে একটি হোটেলের সামনে নয়নজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই গাড়ির ভিতরে থাকা মানুষজনকে বার করার চেষ্টা করেন। গাড়ির ভিতরে মোট তিনজন ছিল বলে জানা গিয়েছে। কোনও রকমে গাড়ির ভিতর থেকে তিনজনকে বার করে স্থানীয় বাসিন্দারা খবর দেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তিনজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গুরুতর আহত হওয়া মহিলা পর্যটককে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলাকে ধাক্কা মারার পরে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর তিনটি টোটোকে ধাক্কা মারে। যদি টোটোতে কোনও চালক কিংবা প্যাসেঞ্জার থাকত, তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত।

ঘটনার পর গাড়িটিকে উদ্ধার করে পুলিশ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে যায়। এই ঘটনায় বকখালি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ঘটল দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Back to top button
error: Content is protected !!