
সংবাদ সংস্থা : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে জায়গাগুলিতে ভারতীয় সেনার কড়া নজরদারি রয়েছে, সেখানে চিনের সেনার গতিবিধি সামান্য হলেও বেড়েছে ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে৷ তিনি জনান, প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রশিক্ষণের আয়োজন করে ৷
কিন্তু এবার তা অনেক বেশি মাত্রায় চলছে ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি তা করা হচ্ছে ৷ আর রিজার্ভ ফোর্সকে পিএলএ সেখানে রেখে দিয়েছে ৷ এই পরিস্থিতি দেখে ভারতের তরফে ওই সমস্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷একই সঙ্গে তিনি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুইদিকেই উভয়পক্ষ পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ৷ কিন্তু চিনের তরফে গ্রামগুলিকে সীমান্তের কাছে নিয়ে চলে আসা হচ্ছে ৷ এটা খুব চিন্তার বিষয় ৷
এটাকে মাথায় রেখেই ভারতের তরফে পর্যাপ্ত পরিকল্পনা করা হচ্ছে ৷তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে নজরদারি বৃদ্ধি-সহ একাধিক পদক্ষেপ ভারতীয় সেনার তরফে করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে ৷ তিনি জানান, নজরদারির সমস্ত উৎসের কৌশলগত দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷ একই সঙ্গে প্রতিটি সেক্টরে পর্যাপ্ত পরিমাণে সেনাও মোতায়েন রাখা হয়েছে ৷