খেলা

টেনিসের ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে নেই ফেডেরার

সংবাদ সংস্থা : তিনি ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সুইস টেনিসের রাজা এক সময় বিশ্বকেও শাসন করেছেন। আজ তিনি বৃদ্ধ। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম থেকে ফিরতে হয়েছে খালি হাতে।

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তিনি অবসর নেবেন কি না সেই নিয়েও শুরু হয়ে গিয়েছিল আলোচনা।সেই রজার ফেডেরার এ বার টেনিসের ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেও নেই। চার বছর পর কুলীনত্ব হারালেন তিনি।

Related Articles

Back to top button
error: Content is protected !!