
সংবাদ সংস্থা : গাড়ির কাগজ দেখতে চাইতে ট্র্যাফিক পুলিশকে অপহরণ করে নিয়ে গেল এক গাড়ি চালক। হুলুস্থুল কাণ্ড উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়।গ্রেটার নয়ডার সুরজপুরের রাস্তায় কাজ করছেন এক ট্র্যাফিক পুলিশ। সেই সময় রাস্তায় এসে দাঁড়ায় একটি গাড়ি। চালকের আসনে বছর ত্রিশের এক যুবক।
ট্র্যাফিক পুলিশ অফিসার তাঁর কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাঁকে গাড়িতে উঠতে বলেন চালক। আর তার পরেই গাড়ি চালিয়ে হাওয়া হয়ে যায় সে।প্রায় ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে একটি পুলিশ ফাঁড়ির কাছে ট্র্যাফিক কনস্টেবলকে রাস্তায় ফেলে দেয় ওই যুবক। এর পর অবশ্য যুবককে গ্রেফতার করেছে পুলিশ।