
সংবাদ সংস্থা : মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সূত্রানুসারে, কাশ্মীর ইস্যু-সহ নানা বিষয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে।গত কয়েক দিন ধরেই অশান্ত ভূস্বর্গ। এই পরিস্থিতিতে ২৩ অক্টোবর উপত্যকায় সফরে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর।
তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। এছাড়াও জম্মুতে একটি সভায় বক্তব্যও রাখার কথা রয়েছে। বৈঠক করবেন কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে। সেই সফরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুরো বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।