খেলা

এশিয়া কাপে ভারতকে খেলাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড

সংবাদ সংস্থা : ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে যে জায়গায় রয়েছে, তাতে এই প্রতিযোগিতায় অংশ নাও নিতে পারে ভারত। সেই কথা মাথায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহের সঙ্গে কথা বলছেন রামিজ।পাক বোর্ডের কর্তা বলেন, ‘‘আমি সৌরভ, জয়ের সঙ্গে কথা বলেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে মনে করি, খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকাই ভাল।’’

তবে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা খুব সহজ হবে না। এটা ভাল ভাবেই জানেন পাক বোর্ডের কর্তা। তিনি বলেন, ‘‘লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা করার জন্য অনেক সময় লাগবে।’’

Related Articles

Back to top button
error: Content is protected !!