খবরজেলা

অঝোর বৃষ্টিতে বারুইপুরে বিভিন্ন এলাকা জলমগ্ন

দীপকুমার সিংহ, বারুইপুর: নিম্নচাপের জেরে মঙ্গলবার রাতভর বৃষ্টি হওয়ার জন্য বারুইপুরের বিভিন্ন জায়গার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বারুইপুরের মাদারহাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনে রাস্তায় জল জমে আছে। অটো, টোটো, চার চাকার ছোট গাড়ি চলাচলে এবং সাধারণ মানুষের যাতায়াতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদারহাটের পঞ্চায়েত সদস্য ও পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে বলেও কোনও কাজ হয়নি। ড্রেন সাফাই হয় না ঠিকমতো। তার জন্য এখানে জল জমে থাকে একটু বৃষ্টি হলেই। সেই জল সরতে অনেক সময় লাগে। রাস্তার আশপাশে প্রচুর আবর্জনা পড়ে থাকে।

তার জন্য জল দূষিত হওয়ায় সাধারণ মানুষের চর্মরোগ ও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বারুইপুর পুরসভার পঞ্চাননতলা, মাদারাট মাস্টারপাড়া, উকিলপাড়ার বিভিন্ন রাস্তাও জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। রাতে দুর্ঘটনার শঙ্কাও থাকছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!