
সংবাদ সংস্থা : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি তো বটেই, যত শীঘ্র সম্ভব দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শুরু করতে আগ্রহী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ কী ভাবে দ্রুত এই নয়া কোর্স চালু করা যায়, তার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদেরও পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, ২০১৩ সালের ৪ বছরের স্নাতক কোর্সের থেকে এই নয়া কোর্স অনেক আলাদা ৷
তবে তার জন্য ৩ বছরের স্নাতক কোর্স তুলে দিতে হবে না ৷ সমান্তরাল ভাবে দু’টি কোর্স চালিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ৷ তাতে পড়ুয়ারাও নিজেদের পছন্দ মতো কোর্স বেছে নিতে পারবেন ৷ তাই আর সময় নষ্ট করলে চলবে না ৷ দেশের ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৩ ও ৪ বছরের স্নাতক কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্স চালু নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে ৷কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, স্নাতক এবং স্নাতকোত্তর, দু’ক্ষেত্রেই নিজেদের পছন্দের কোর্স বেছে নিতে পারবেন পড়ুয়ারা ৷
স্নাতকস্তরে যেমন ৩ ও ৪ বছরের কোর্স থাকছে, তেমনই স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে ২ অথবা ১ বছরের কোর্স বেছে নেওয়া যাবে ৷ কী ভাবে এর প্রণয়ন হয়ে, তার দায়িত্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপরই ছেড়ে দেওয়ার পক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ তবে আগামী বছরের মধ্যে সব কিছু ঠিক করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে ৷