
স্টাফ রিপোর্টার : ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। দুর্গাপুজো মিটতেই সেই নির্বাচনের প্রচারের সূচি একপ্রকার চূড়ান্ত করে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলীয় প্রার্থীদের হয়ে আগামী ২৩ অক্টোবর থেকেইপ্রচারে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ মূহূর্তে কোনও বদল না হলে, আগামী ২৩ তারিখ খড়দহের একটি মাঠে সভা করবেন তিনি।ওইদিনই গোসাবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিষেকের প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। দিনহাটা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী উদয়ন গুহের হয়েও প্রচার করতে আগামী ২৫ অক্টোবর দিনহাটায় যেতে পারেন অভিষেক। একটি সভা করবেন এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।
২৬ অক্টোবর নদিয়ার শান্তিপুরে দলের প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা অভিষেকের। পুজোর আগে ভবানীপুর, জঙ্গিপুর, শামসেরগঞ্জে নির্বাচন হয়। সেখানেও প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।