খবররাজ্য

স্বাস্থ্য কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল পুরসভা

স্টাফ রিপোর্টার : উৎসবের দিনগুলি ছুটি পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আগামিদিনেও সেই ছুটি তাঁরা পাবেন। তবে এর বাইরে স্বাস্থ্য কর্মীদের সমস্ত ছুটি আপাতত বাতিল করল কলকাতা পুরসভা।এমনিতেই অতিমারির সময়ে মানুষের রোগভোগ অনেক বেশি হচ্ছে। এ ছাড়াও অতি বৃষ্টির কারণে কলকাতায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপও।

তাই মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত অফিস। সোমবার এমনই জানালেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। একই সঙ্গে তিনি জানান, কলকাতায় ১০০ শতাংশ মানুষই কোভিডের টিকার প্রথম ডোজ় নিয়ে নিয়েছেন। দ্বিতীয় ডোজ় বাকি রয়েছে এমন কলকাতার বাসিন্দা মাত্র ১৫ শতাংশ।

Related Articles

Back to top button
error: Content is protected !!