
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল এক ছাত্র। মৃত ছাত্রের নাম বাবাই দাস (১৬)। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার মল্লিকপুরের আকনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মল্লিকপুরে বেড়াতে এসেছিল ৩ যুবক। এরপর রবিবার তাঁরা নির্জন একটি ঝিলের কাছে যায় ছবি তুলতে। সেখানে গিয়ে একটি ভাঙা বাঁধানো জায়গার উপরে দাঁড়াতেই পা পিছলে ঝিলে পড়ে যায় সে।
এ বিষয়ে নবী আক্তার নামে প্রত্যক্ষদর্শী ও তার বন্ধু জানান, ভিডিও তুলতে গিয়ে বাবাই জলে পড়ে যায়। সেই সময় স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বাবাই তলিয়ে যেতে থাকে। পাশ থেকে একটি গাছের ডাল ভেঙে তাকে ধরার জন্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবার সূত্রে খবর, বাবাইয়ের বাড়ি বালিগঞ্জের তিলজলা এলাকায়।
এদিন সে বন্ধুদের সঙ্গে দুরসম্পর্কের আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই এই ঘটনা ঘটে। পরে ঝিল থেকে বাবাইয়ের দেহ উদ্ধার হয়। তবে কিভাবে এইরূপ ঘটনা ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে।