
সংবাদ সংস্থা : সাংবাদিক রণজিৎ সিংয়ের হত্যাকাণ্ডের মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিল স্বঘোষিত ধর্মগুরু গুরমীত রাম রহিম। এবার তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত।রাম রহিমের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছিলেন সাংবাদিক রণজিৎ সিং। এরপরই প্রতিহিংসাপরায়ণ হয়ে ২০০২ সালে তাঁকে হত্যা করে রাম রহিম।
সোমবার তারই সাজা শোনাল হল। সোমবার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত জানিয়ে দেয়, সাংবাদিক হত্যা মামলায় ডেরা সচ্চা সওদার প্রধান রাম রহিমের আজীবন কারাবাসের শাস্তি হল। তার পাশাপাশি আরও চারজনেরও একই সাজা ঘোষণা করা হয়েছে। আজীবন কারাবাসের সঙ্গে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। বাকি দোষীদের ৫০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।