
স্টাফ রিপোর্টার : অবশেষে বাবুল সুপ্রিয়কে সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ আর তার পরেই ইস্তফা দিতে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ আগামী 19 অক্টোবর, মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে সময় দিয়েছেন৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই নিজের পদত্যাগপত্র অধ্যক্ষের হাতে তুলে দেবেন এই তারকা সাংসদ৷
লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল 11টায় সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷ এর আগে একাধিক বার চিঠি লিখে তাঁর কাছে সময় চেয়েছিলেন বাবুল৷ কিন্তু, তখন তাঁকে অধ্যক্ষ সময় দেননি৷ রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, 19 অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে দেখা করার সময় দেওয়া হয়েছে৷এদিকে বাবুল সুপ্রিয় নিজেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরানো দলের সাংসদ পদ আঁকড়ে রাখা অনৈতিক কাজ হবে।
তবে এবার আর পুরানো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখতে চান না তিনি। এবার সরাসরি সাংসদ পদ ছেড়ে দেওয়ার জন্য সময় নির্ধারিত হয়ে গিয়েছে। তবে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর স্বাভাবিকভাবেই আসানসোলে উপনির্বাচন হবে। সেই লড়াইয়ের দিকেও নজর রয়েছে আমজনতার।