খবরদেশ

সময়ের মধ্যে জাতীয় সড়কের কাজ শেষ না হলেই কড়া ব্যবস্থা, সিদ্ধান্ত কেন্দ্রের

সংবাদ সংস্থা : জাতীয় সড়কের কাজে আরও স্বচ্ছতা এবং গতি আনতে এবার কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। জাতীয় সড়ক প্রকল্পের আওতায় নির্মাণের কাজ থেকে শুরু করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ… যে কোনও ধরনের কাজের জন্য সে ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হবে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। জানিয়ে দিল নীতিন গড়কড়ির মন্ত্রক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না পারলে ওই ঠিকাদার সংস্থাকে ‘নন-পারফর্মার্স’ তকমা দেওয়া হবে।

এছাড়া কাজের গুণগত মান নিয়ে যাতে কোনওরকম প্রশ্নচিহ্ন তৈরি না হয়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে শ্রমিককেও যাতে ওই কাজে নিযুক্ত করা হয়, তার দিকেও নজর রাখতে হবে ঠিকাদার সংস্থাকে। এগুলির মধ্যে কোনও একটি ক্ষেত্রেও যদি গরমিল থাকে, তাহলে ‘নন-পারফর্মার্সের’ তকমা লেগে যেতে পারে ওই ঠিকাদার সংস্থার গায়ে।কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের থেকে ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে, কোন কোন মাপকাঠি মেনে চলতে হবে।

তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোনওরকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা না হয়, তাহলে ওই ঠিকাদার সংস্থার গায়ে ‘নন-পারফর্মার্স’ তকমা সেঁটে দেওয়া হবে। আর এই নন-পারফর্মার্স তকমা একবার সেঁটে যাওয়া মানে আগামী দিনে কোনও প্রকল্পের ক্ষেত্রে তাদের বরাত পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে।

Related Articles

Back to top button
error: Content is protected !!