কলকাতাদেশ

লখিমপুরের ঘটনায় ‘রেল অবরোধ’ কর্মসূচি কৃষকদের, ব্যাহত পরিষেবা

সংবাদ সংস্থা : উত্তরপ্রদেশের লখিমপুর খিরি ঘটনার প্রতিবাদে সোমবার উত্তর ভারত জুড়ে ‘রেল অবরোধ’ কর্মসূচি গ্রহণ করে সংযুক্ত কৃষক মোর্চা। যার জেরে ১৩০ জায়গায় প্রায় ৫০ টি ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। লখিমপুর ঘটনায় জড়িত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র’র গ্রেপ্তারের দাবিতে এই পদক্ষেপ গ্রহণ করে তাঁরা।

এদিন উত্তর রেলের এক অধিকর্তা জানান, ‘রেল অবরোধের জেরে পাঞ্জাবের ফিরোজপুর এবং হরিয়ানার আম্বালা ডিভিশন বিশেষভাবে প্রভাবিত হয়েছে। আন্দোলনের জন্য কাটরা, অমৃতসর শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেসও বাতিল করতে হয়।’এছাড়াও উত্তর পশ্চিম রেলওয়ের বিকানের, ভিউয়াদি, বাথিন্দা এবং হনুমানগড় ডিভিশনের বেশকিছু ট্রেন বাতিল করা হয়।

সেই জায়গায় বেশকিছু ট্রেনকে অন্যপথে গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় রেল। কৃষকদের এদিনের কর্মসূচির জের অতটা জোরদার না হলেও এই আন্দোলনের প্রভাব নিয়ে চিন্তিত রেল। গত বছর এমনই আন্দোলনের জেরে পাঞ্জাবে প্রায় ২ মাস রেল পরিষেবা বাতিল করতে হয়। যার দরুন রেলের প্রায় ১৩০০ কোটি টাকার ক্ষতি হয়।

Related Articles

Back to top button
error: Content is protected !!