
স্টাফ রিপোর্টার : বুধবারই লক্ষ্মীপুজো। তারপর আবার রয়েছে দীপাবলী। কলকাতায় রাস্তাঘাটে এখন ভিড় থাকবে শহর ও শহরতলির মানুষদের। আর তার আগে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো। আগামী বুধবার অর্থাৎ, লক্ষ্মীপুজোর দিন শহরে ২১৪ টি মেট্রো পরিষেবা চালু থাকবে।
২১৪ টি মেট্রো পরিষেবার মধ্যে ১০৭ টি ডাউন মেট্রো এবং বাকি ১০৭ টি আপ মেট্রো পরিষেবা চালু থাকবে। দিনের প্রথম মেট্রো চালু হবে সকাল সাড়ে সাতটায়। দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়।