
স্টাফ রিপোর্টার : ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে।এই দুর্ঘটনায় গুরুতর আহত হন এক বাইক আরোহী। পুলিশের প্রাথমিক ধারনা, বেপরোয়া গতিতে যাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আহত বাইক আরোহীকে উদ্ধার করে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনায় আহত ব্যক্তি সেনা কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। রাত ১টার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান চিংড়িঘাটার দিক থেকে বাইকটি পিটিএসের দিকে যাচ্ছিল। উল্লেখ্য, রাত ১০টার পর মা ফ্লাইওভারে বাইক ওঠা নিষিদ্ধ। ফ্লাইওভারের দুই দিকেই পুলিশের থাকার কথা।
তা সত্ত্বেও কীভাবে পুলিশের চোককে ফাঁকি দিয়ে একটি বাইক ফ্লাইওভারে উঠে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে পুজোর মাঝেও একই ধরনের ঘটনা দেখা যায় মা ফ্লাইওভারে। সেই দুর্ঘটনায় আহত হন চারজন বাইক আরোহী।