খবররাজ্য

ভোটপ্রচারে বেরিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী

স্টাফ রিপোর্টার : ৩০ অক্টোবর কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার ভোটপ্রচারে নেমেছিলেন বিজেপি নেতাকর্মীরা। এদিন সকালে বামনহাট এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে প্রচার সারছিলেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও তাঁর অনুগামীরা। সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীও। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কয়েকজন।

তাঁদের দাবি, “নিশীথ প্রামাণিক কোথায়? যাঁকে ভোট দিয়েছিলাম সেই নিশীথ কোথায়?”স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিক্ষোভকে পাত্তা দেয়নি বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হয়। ফের শুরু হয় বিক্ষোভ। সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায়-দফায় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। শেষপর্যন্ত দিনহাটার প্রার্থী অশোক মণ্ডল প্রচার ছেড়ে ফিরে যেতে বাধ্য হন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে।ঘটনা প্রসঙ্গে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর অভিযোগ, “তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।

দিনহাটার পরিস্থিতি আফগানিস্তানের চেয়েও ভয়ঙ্কর। সেখানকার মানুষ দিনহাটার ছবি দেখলে লজ্জা পাবে।”জবাবে বামনহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা দীপককুমার ভট্টাচার্য জানান, “মাত্র ৮ মাস আগেই আমরা নিশীথ প্রামাণিককে ভোট দিয়েছিলাম। তাঁকে জিতিয়েছিলাম। তারপর তিনি বিধায়ক পদ ছেড়ে দিলেন। আবার কেন আমরা ভোট দেব? আর কেন্দ্রীর সরকার ক্রমাগত তেল, গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। আমজনতার নাভিশ্বাস তুলে বারবার ভোটের ব্যবস্থা করছে বিজেপি।”

Related Articles

Back to top button
error: Content is protected !!