
সংবাদ সংস্থা : বাংলাদেশে অশান্তির ঘটনায় আরও কড়া পদক্ষেপ করল শেখ হাসিনা প্রশাসন। পুলিশের উপর মহলে বেশ কিছু রদবদল হয়েছে। কয়েক জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। জানা গিয়েছে, সেই তালিকায় রয়েছেন রংপুর এবং ফেনী জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সিলেটের উপ-পুলিশ কমিশনার এবং ঢাকার তিন জন সহকারী পুলিশ মহাপরিদর্শক।
জানা গিয়েছে, রংপুরের পুলিশ সুপার পদ থেকে বিপ্লব কুমার সরকারকে সরিয়ে ফেরদৌস আলি চৌধুরীকে আনা হয়েছে। ফেনীর পুলিশ সুপার পদে খোন্দকার নুরব্বির বদলে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে। চট্টগ্রামের ডেপুটি পুলিশ সুপার বিজয় বসাককে বদলি করা হয়েছে। তাঁর বদলে আনা হয়েছে সোহেল রানাকে। এদিকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার পদে আনা হয়েছে সঞ্জয় সরকারকে।
এই জায়গালুতে ক্রমাগত হিংসার শিকার হচ্ছিল সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই পরিস্থিতিতে কড়া পদক্ষএপ নেওয়া কথা বলা হয়েছিল সেদেশএর সরকারের তরফে। ২২ জেলায় বিজিবি মোতায়েন থাকার পরও হিংসার ঘটনা থামেনি। এই আবহে বড়সড় রদবদল করল বাংলাদেশ সরকার।