খবরবিনোদন

বক্স অফিসে বাজিমাত গোলন্দাজ দেবের , প্রথম সপ্তাহেই আয় ২ কোটির বেশি

স্টাফ রিপোর্টার : প্রথম সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত ‘গোলন্দাজ’-এর।  অতিমারী পরিস্থিতিতে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। এমন অবস্থাতেও প্রথম সাত দিনে ২ কোটির বেশি ব্যবসা করেছে বাংলার এই বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ড্রামা। ছবির সাফল্যে আপ্লুত অভিনেতা দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

গেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেবকে দেখতে অনেকেই আগ্রহী ছিলেন, তাই পুজোর ফাঁকে অনেকেই সিনেমা হলে গিয়েছেন। ফল, একের পর এক শো হাউসফুল। টুইট করে সেই সুখবর আগেই দিয়েছিলেন দেব। প্রথম সপ্তাহেই ছবি ২ কোটির বেশি ব্যবসা করায় খুশি তারকা। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন এটাই সবচেয়ে বেশি আনন্দের।  অতিমারী পরিস্থিতিতে গত দু’বছর মানুষকে সিনেমা হলমুখী করার কাজটা অত্যন্ত কঠিন ছিল, আর টিম হিসেবে আমরা সেই কাজটি করতে পেরেছি। পরপর শো হাউসফুল, এটা দারুণ ব্যাপার। আশা করছি এটা অন্যান্য সিনেমার ক্ষেত্রেও হবে। ঠিক যেমনটা অতিমারী পরিস্থিতির আগে হত।”

Related Articles

Back to top button
error: Content is protected !!