খবরদেশ

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে বিঁধলেন রাহুল

সংবাদ সংস্থা : দেশে আবার পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে এক হাতে নিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। রবিবার তিনি মোদি সরকারের সমালোচনা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘সবার জন্য বিনাশ’ ডেকে এনেছে। সেই জায়গায় শুধুমাত্র দেশজুড়ে ‘মূল্যবৃদ্ধির উন্নয়ন’ চলছে।

সম্প্রতি প্রকাশিত এক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে সরকার পেট্রল, ডিজেলের ওপর বাড়তি কর না চাপালে পেট্রল ৬৬ টাকা লিটার এবং ডিজেল ৫৫ টাকা লিটার পাওয়া যেত। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গাঁধী সরকারের বিরুদ্ধে ‘জোর করে কর আদায়ের’ অভিযোগ তোলেন। এদিন তিনি ‘কর জুলুম’ হ্যাশট্যাগের সাথে হিন্দিতে টুইট করে লেখেন, ‘সবকা বিকাশ, মেহেঙ্গাই কা বিকাশ। অর্থাৎ, ‘সবার বিকাশ, অতিমূল্যের বিকাশ।’

দেশজুড়ে এদিন পেট্রোল এবং ডিজেলের মূল্যে লিটার প্রতি ৩৫ পয়সা বাড়ে। নতুন করে মূল্যবৃদ্ধিতে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয় ১০৫ টাকা ৮৪ পয়সা প্রতি লিটার। ডিজেলের মূল্য বেড়ে দাঁড়ায় ৯৪ টাকা ৯৭ পয়সা। এদিন কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৬ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম ছিল ৯৭ টাকা ৬৮ পয়সা।

Related Articles

Back to top button
error: Content is protected !!