খবরদেশ

পাঞ্জাব কংগ্রেসের পুনরুত্থান নিয়ে সোনিয়াকে চিঠি সিধুর

সংবাদ সংস্থা : আগামী বছরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে হিমশিম পাঞ্জাব কংগ্রেস। এর মাঝে শুক্রবার কংগ্রেস নেতা নভজোত সিং সিধু ১৩ টি মুখ্য বিষয় নিয়ে আলোচনার জন্য কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গাঁধীকে চিঠি লেখেন। সিধু জানায়, ‘পাঞ্জাব কংগ্রেসের পুনরুত্থান এবং মুক্তির জন্য এটিই শেষ চেষ্টা।’ চিঠিতে সোনিয়া গাঁধীর সাথে ব্যক্তিগত আলোচনায় বসারও প্রস্তাব রাখেন তিনি।

মুখ্য বিষয় গুলির মধ্যে পাঞ্জাবের মাদক দ্রব্য সমস্যা, কৃষিনীতি, বালি মাফিয়া, বেকারত্বের মতো বিষয়গুলি উল্লেখ করেন সিধু। এছাড়াও পাঞ্জাব ক্যাবিনেটে পিছিয়ে পড়া সমুদায় থেকে মন্ত্রীত্ব পদ দেওয়ার আবেদন জানায় তিনি। রবিবার এই সমস্ত চিঠি নিয়ে এক টুইট করেন তিনি। বলেন, মাফিয়ারাজ থেকে রাজ্যকে বাঁচাতে এই বিষয়গুলি নিয়ে শীঘ্র পদক্ষেপ নেওয়া উচিত। ২০২২ নির্বাচনী ঘোষণাপত্রেও এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন সিধু।

Related Articles

Back to top button
error: Content is protected !!