খবরদেশ

টিকা তৈরিতে উৎসাহ জোগাতে ভারতে আসছে ডিএফসি

সংবাদ সংস্থা : করোনার প্রতিষেধক তৈরিতে উৎসাহ জোগাতে ভারত সফরে আসছে আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের (ডিএফসি) প্রধান ডেভিড মারচিকের নেতৃত্বাধীন একটি দল। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি চতুর্দেশীয় অক্ষ কোয়াডের তরফেই এই সফরের আয়োজন করা হয়েছে।১৮ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সফর শেষের পরে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ভারতে আসছেন মারচিকের নেতৃত্বাধীন ওই দলটি।

মূলত উন্নয়নশীল দেশগুলিতে করোনা প্রতিষেধক তৈরির ক্ষেত্রে উৎসাহ বাড়াতেই মারচিকদের এই সফর। মারচিকের সফরসঙ্গী হচ্ছেন জিম পোলান-সহ ডিএফসি-র আরও কয়েক জন শীর্ষ আধিকারিক। ভারতীয় প্রতিষেধক সংস্থা বায়োলজিক্যাল ই-র হায়দরাবাদের অফিস ঘুরে দেখবেন ওই প্রতিনিধিদল। এর পাশাপাশি প্রতিষেধক তৈরির ক্ষেত্রে এক চুক্তিপত্রেও স্বাক্ষর করবেন তাঁরা।

মূলত নিম্ন ও মধ্য আয়ভুক্ত দেশগুলির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগকারী ডিএফসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোয়াডভুক্ত চার দেশের শীর্ষ নেতাদের সহযোগিতায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!