
অমিত মন্ডল ও রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার রাজনগর দাসপাড়া এলাকায়। মৃত মহিলার নাম বিজলী সাঁতরা। আনুমানিক বয়স (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাতটা নাগাদ হঠাৎই বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে বিজলী দেবী একা ছিলেন। প্রথমে এই ঘটনাটি কারোরই নজরে আসেনি।
পরে যখন প্রতিবেশীরা বাড়ি ভেঙে পড়ার কথা জানতে পারেন, সেই সময় বিজলী দেবীর কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ সময় মাটি সরিয়ে প্রায় বারোটা নাগাদ ভেঙে পড়া বাড়ির ভেতর থেকে বিজলী দেবীর দেহ উদ্ধার করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে বিজলী দেবীর জামাই বিভু গিরি জানান, ওই বাড়িতে তাঁর শাশুড়ি একা থাকতেন। সম্প্রতি পাকা বাড়ি তৈরি করার জন্য তাঁর শাশুড়ি সরকারি অনুদান পেয়েছেন।
কিন্তু সেই পাকা বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই তিনি ওই মাটির বাড়িতেই থাকতেন।
তবে এই ঘটনার বিষয়ে প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল আলগা হয়ে ভেঙে পড়েছে। এ বিষয়ে বিজলী দেবীর প্রতিবেশী নকুল মাইতি জানান, নিম্নচাপের কারণে টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল ভেঙে পড়ে বিজলী দেবীর মৃত্যু হয়েছে।
যদিও পুলিশ বিজলী দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।