
স্টাফ রিপোর্টার : খুলতে চলেছে বেলুড় মঠ। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো ও ৪ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে খোলা থাকবে বেলুড় মঠ। তবে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আগামী ৯ ও ১০ নভেম্বর ছট পুজোর জন্য বন্ধ থাকছে মঠের দরজা। অন্যান্য দিনের মতো লক্ষ্মীপুজো ও কালীপুজোর দিনগুলিতে সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠের দরজা।
মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর, পূর্বে ঘোষিত সকল বিধিনিষেধ জারি থাকছে। মঠের ভেতরে প্রবেশ করতে গেলে করোনার টিকার দুটি ডোজ়প্রাপ্তির শংসাপত্র দেখানো বাধ্যতামূলক। পাশাপাশি, মাস্ক পরা, সামাজিকর দূরত্ববিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল মঠ কর্তৃপক্ষ। তবে এরপর নিয়মিতভাবে কবে থেকে মঠ খুলবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।