খবরদেশ

অসমে বড়সড় হামলা চালাতে পারে আইএসআই, জারি সতর্কবার্তা

সংবাদ সংস্থা : জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর। একদিকে আক্রান্ত হচ্ছেন ভিনরাজ্যের শ্রমিকরা। অন্যদিকে, পুঞ্চ-সহ একাধিক জায়গায় মাঝেমধ্যেই চলছে সেনা-জঙ্গি এনকাউন্টার। এই পরিস্থিতিতে আরেক সীমান্তবর্তী রাজ্যে জারি হল সতর্কবার্তা। উত্তর-পূর্বের রাজ্যে হামলার ছক কষছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। শুধু অসম নয়, দেশের একাধিক জায়গায় বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে তারা। গোয়েন্দা সূত্রে সেই খবর পেয়েই সর্তকতা জারি হয়েছে অসম জুড়ে।

অসম পুলিশের হেডকোয়ার্টার থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একটি সতর্কবার্তা জারি করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, আরএসএস কর্মী ও সেনাবাহিনীই হবে হামলাকারীদের মূল লক্ষ্য। পাশাপাশি, ধর্মীয় স্থান বা কোনও জমায়েতকেও লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে। পুলিশের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘পাক সংস্থা আইএসআই হামলা চালাতে বলে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর। আরএসএস কর্মীদের ওপর হামলা চালানো হতে পারে।

অসমের সেনাঘাঁটিগুলিও হতে পারে তাদের নিশানা। ধর্মীয় স্থান বা যে কোনও জমায়েতে বোমা বিস্ফোরণ ঘটানো হতে পারে।’কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলা রুখতে সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনার, কোকরাঝাড়ের ডিজিপি ও অসমের এডিজিপি কে। সব জেলার পুলিশকে সতর্কও করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!