খবরজেলা

মদ খেয়ে অশান্তি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ফ্রেজারগঞ্জে

বিশ্বসমাচার, নামখানা: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা গ্রামে। মৃতের নাম শতদল মান্না(৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে মদ খেয়ে এসে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে শতদল। তারপর স্ত্রী ভবানী মান্না বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার কিছুক্ষণ পরে তিনি বাড়ি গিয়ে দেখেন স্বামী ফাঁস লাগাতে যাচ্ছে। তিনি প্রতিবেশীদের ডাকেন।

প্রতিবেশীরা আসার আগেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে স্বামী। প্রতিবেশীরা খবর দেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে মৃতের স্ত্রী ভবানী মান্না জানান, তাঁর স্বামী প্রায় সময় মদ খেয়ে অশান্তি করত। কয়েকদিন আগে পারিবারিক অশান্তির জেরে বাপের বাড়িতে চলে যান তিনি। শতদল মান্না তাঁকে আনতে গিয়ে শ্বশুর, শাশুড়ি ও নিজের স্ত্রীকে প্রতিশ্রুতি দেন, আর কোনও দিন মদ খাবে না। তারপর বেশ কয়েক দিন ঠিকঠাক চলছিল। কিন্তু নবমী তথা বৃহস্পতিবার রাতে শতদল আবার মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি শুরু করে।

তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং স্বামীকে বলেন, ‘তুমি মদ খেয়ে এসেছো। আমি বাড়িতে যাব না।’ তার কিছুক্ষণ পর স্ত্রী বাড়িতে দেখেন, তার স্বামী গলায় ফাঁস দিতে যাচ্ছে। নিরুপায় হয়ে তিনি ছুটে যান প্রতিবেশীদের কাছে। ঘুরে এসে দেখেন, সবকিছু শেষ। এ বিষয়ে মৃতের বাবা-মা বলিন, আমার ছেলের বউ বোকা মানুষ। তবে যা কিছু বলছে সব সত্যি। আমার ছেলে প্রায় সময় মদ খেয়ে এসে অশান্তি করত। আমার ছেলের বৌয়ের কোনও দোষ নেই। এই ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

Related Articles

Back to top button
error: Content is protected !!