
বিশ্ব সমাচার, নামখানা: কিছুদিন অসুস্থ থাকার পরে এক জওয়ানের দেহ ফিরল নামখানার বাড়িতে। নামখানার শিবরামপুরের জওয়ানটির নাম অরূপ সামন্ত। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অষ্টমীর দিন রাতে অরূপ সামন্তর মৃত্যু হয়। তাঁর দেহ শুক্রবার নিয়ে আসা হয় নামখানার শিবরামপুর এলাকায় নিজের বাড়িতে।
তাঁকে দেখার জন্য নামখানার বিভিন্ন জায়গা থেকে মানুষজন তার বাড়িতে ভিড় জমায়। অরূপ সামন্তের মরদেহে মাল্যদান করা হয় এবং গান সেলুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। অরূপের পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দেন আর্মি অফিসার। এই ঘটনায় ভেঙে পড়েছে অরূপ সামন্তের পরিবার।