
সংবাদ সংস্থা : আগামী মাসেই কেদারনাথ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বর মাসের ৫ তারিখ কেদারনাথ পৌছঁবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে ২৫০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন কেদারপুরী মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ১৫০ কোটি টাকা ব্যয়ে কেদারপুরী মন্দির পুননির্মানের কাজে শিলান্যাস করার কথাও রয়েছে তাঁর। এর পাশাপাশি পুজো দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।
এক মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয় বারের জন্য উত্তরাখণ্ড আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসেই ৭ অক্টোবর ঋষিকেশে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে আসেন মোদী। সেখানে তিনি একটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনও করেন। মোদী উত্তরাখণ্ড সফরেরে কথা স্বীকার করে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন কেদারপুরী মন্দির উদ্বোধনে করা সঙ্গে নতুনভাবে নির্মিত আদি গুরু শঙ্করাচার্যের সমাধিতেও শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অনেকবারই হিমালয়ের কোলে অবস্থিত এই তীর্থ ক্ষেত্রে এসেছেন নরেন্দ্র মোদী। করোনা অতিমারির কারণে গত বছর কেদারনাথে তিনি আসতে পারেননি। গতবারের তুলনায় এবারের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রীর মন্দির দর্শন নিয়ে নানা রকমের জল্পনা দেখা দিয়েছে।