খবরদেশ

নেতাজির সঙ্গে অবিচার হয়েছে, আন্দামানে সুভাষ বন্দনায় শাহ

সংবাদ সংস্থা : আন্দামানে গিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বন্দনায় মগ্ন হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম সুভাষ চন্দ্র বসুর নামে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। বাংলার ভোটের আগের থেকেই সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বেশ তত্পরতা দেখিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। ভিক্টোরিয়াতে বিশেষ অনুষ্ঠানে মোদীর উপস্থিতি হোক বা উচ্চ পর্যায়ের কমিটি গঠন, কেন্দ্রের সেই সিদ্ধান্তগুলিকে অনেকেই নির্বাচন কেন্দ্রিক বলে আখ্যা দিয়েছিল।

তবে ফের একবার নেতাজি প্রসঙ্গ টেনে এনে বিরোধীদের খোঁচা দিলেন অমিত শাহ।এদিন নাম না করে কংগ্রেসকে তোপ দেগে অমিত শাহ দাবি করেন, নেতাজির সঙ্গে অবিচার হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা উচিত। অমিত শাহ বলেন, ‘এই বছর আমরা আজাদি কা অমৃত মহোৎসবের পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছি।

আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দেই, আমরা দেখতে পারি যে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে ইতিহাসে তাঁর প্রাপ্য স্থান দেওয়া হয়নি।’ এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের ইতিহাসে স্থান করে দিতে হবে। এজন্য আমরা এই দ্বীপের নামকরণ করেছি নেতাজির নামে।’

Related Articles

Back to top button
error: Content is protected !!