
সংবাদ সংস্থা : যত দিন যাচ্ছে করোনা মোকাবিলায় ততই শক্তিশালী হচ্ছে দেশ। বাড়ছে সুস্থতার হার। আর স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৮১ জন করোনাআক্রান্ত হয়েছেন।এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩। ২৪ ঘণ্টায় একলাফে অনেকখানি কমল মৃতের সংখ্যা।
একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। যা শুক্রবার ছিল ৩৭৯। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০ জন।সংক্রমণ সামান্য বাড়লেও গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২ জন। যা শুক্রবারের থেকে বেশ খানিকটা কম।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।টিকাকরণকে হাতিয়ার করেই ধীরে ধীরে করোনা জয়ের পথে এগিয়ে যেতে চাইছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ২৩ লক্ষ ৭৭ হাজার ৪৫ জন করোনার টিকা পেয়েছেন।